↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫, ৫:৪২ এ.এম

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক: নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘদিন ধরে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে ঘোরাফেরা করা এক ভুয়া ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম মিনহাজ ইসলাম রিফাত।

বুধবার (২৬ নভেম্বর) রাতে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে সন্দেহজনক আচরণের কারণে থামিয়ে জিজ্ঞেসাবাদ করলে তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। পরে তাকে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যাওয়া হলে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা তাকে হেফাজতে নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মিনহাজ দীর্ঘদিন ধরে নিজেকে চবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতেন এবং বিভাগটির সিনিয়র নারী শিক্ষার্থীদের বিভিন্ন কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। এসব অভিযোগের ভিত্তিতে বিভাগের তৃতীয় বর্ষের সিআর সৃজিতা তার বিরুদ্ধে নজর রাখছিলেন। তিনি বলেন, “আমরা অনেক দিন ধরে তার বার্তা পাওয়ার অভিযোগ শুনছিলাম। ব্যাচের সিআর হিসেবে আমি সবার পরিচয় জানি; তাই বুঝতে পারি সে ভুয়া। শেষ পর্যন্ত আমরা তাকে হাতেনাতে ধরেছি।”

পরে তার কাছে পাওয়া একটি পরিচয়পত্র থেকে জানা যায়, মিনহাজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ‘আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ চাকরি করেন।

চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে তিনি ভুয়া শিক্ষার্থী। পাশাপাশি জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ের একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন, যা নিরাপত্তার দিক দিয়ে উদ্বেগের কারণ হতে পারে।” তিনি আরও জানান, বিস্তারিত তদন্তের জন্য মিনহাজকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে।