↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পি.এম

জেলে খালেদা জিয়ার সঙ্গে কী আচরণ হয়েছে, আল্লাহই জানেন’—সুলতান সালাউদ্দিন টুকু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছিল। তিনি বলেন, “খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে বাইরে এসেছেন। জেলে তার সঙ্গে কী আচরণ করা হয়েছে—তা আল্লাহই ভালো জানেন।”

শুক্রবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

টুকু বলেন, প্রায় ছয় বছর কারাবন্দি থাকার সময় বিএনপি চেয়ারপারসনকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছে। তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাকে “মাদার অব ডেমোক্রেসি” উল্লেখ করে টুকু বলেন, “জনগণের অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন। আমরা আশা করি, আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করবেন এবং দেশকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবেন।”

এ সময় তিনি আরও দাবি করেন, টাঙ্গাইল সদরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে জনগণের প্রতিক্রিয়া ভালো—আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।

পরে দলীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।