ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে অস্থিরতা বাড়ে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের ভুল ব্যাখ্যা দিলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মহানবী (সা.)-এর আদর্শে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়—যেখানে মুসলমানরা কোরআন-সুন্নাহ অনুযায়ী নিরাপদে জীবনযাপন করতে পারবেন, আর অন্যান্য ধর্মের মানুষও নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারবেন।
রোববার রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব পরিষদের জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদে প্রায় ১৭ লাখ ইমাম-খতিব-মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। এত বড় একটি অংশকে উন্নয়ন থেকে বাদ রেখে অগ্রগতি সম্ভব নয়। তাই তাদের জন্য বিএনপি বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছে।
তারেক রহমান বলেন, অনেক মসজিদে ইমাম-মুয়াজ্জিনদের চাকরি কমিটির ইচ্ছানির্ভর হওয়া ঠিক নয়। বিএনপি ক্ষমতায় এলে সার্ভিস রুলসহ তাদের যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ও কল্যাণ ট্রাস্ট শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
সবশেষে তিনি দেশের শান্তি, ন্যায় ও উন্নতির জন্য ইমাম-ওলামাদের দোয়া ও সমর্থন চান।