↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ১ জুন ২০২৫, ৭:০৪ পি.এম

পানির ট্যাংক পরিষ্কারে ব্লিচিং পাউডার : উপকার নাকি ক্ষতি?

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জলাধার বা পানির ট্যাংক জীবাণুমুক্ত করতে অনেকেই ব্যবহার করেন ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস ও শেওলা দূর করতে কার্যকর হলেও, অসাবধানতায় এর ব্যবহার হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ব্লিচিং ব্যবহারে পানিতে ক্লোরিনের মাত্রা বেড়ে গিয়ে ত্বকে জ্বালা, চোখে পানি, শ্বাসকষ্ট, এমনকি বমির মতো সমস্যা হতে পারে। শিশু, বয়স্ক ও হাঁপানির রোগীদের জন্য এটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ফুসফুসে বেশি প্রবেশ করলে মারাত্মক জটিলতা তৈরি হতে পারে।

আরও খারাপ পরিস্থিতি হতে পারে যদি ব্লিচিং পাউডার অ্যাসিড বা ভিনেগারের মতো পদার্থের সঙ্গে মেশানো হয়। এতে তৈরি হতে পারে বিষাক্ত ক্লোরিন গ্যাস—যা শ্বাসপ্রশ্বাসের জন্য মারাত্মক।

বাড়তি ব্যবহার ধাতব ট্যাংক ও পাইপেও ক্ষয় ধরাতে পারে।

নিরাপদ ব্যবহারের নিয়ম:

  • প্রতি ১,০০০ লিটার পানির জন্য ৫০-১০০ গ্রাম ব্লিচিং যথেষ্ট
  • গরম পানিতে গুলিয়ে মিশ্রণ তৈরি করে ট্যাংকে ঢালুন
  • ২-৩ ঘণ্টা রেখে পরিষ্কার করে পানি ফেলে দিন
  • ট্যাংক কমপক্ষে ৩-৪ বার ধুয়ে নতুন পানি ব্যবহার করুন
  • মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন, বিশেষ করে শ্বাসকষ্ট থাকলে

সঠিক নিয়মে ও সীমিত পরিমাণে ব্লিচিং ব্যবহারে উপকার পাওয়া যায়। তবে অসচেতনতা বা অতিরিক্ত ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। সুরক্ষা ও সুস্থতার জন্য সাবধানতাই প্রধান।