↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫, ৬:০৬ এ.এম

প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

বুধবার (২৬ নভেম্বর) আগারগাঁওয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ডিম, দুধ ও মাংস উৎপাদন বাড়ায় এই খাত জাতীয় প্রবৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও প্রাণী–মানব সংক্রমণযোগ্য রোগ নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। প্রযুক্তি বিস্তার ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় খামারিদের দুধ–মাংস সংগ্রহ বাড়ালে আমদানি নির্ভরতা কমবে।

সভাপতি ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশীয় জাত সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে শাস্তি পেতে হবে।