প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
বুধবার (২৬ নভেম্বর) আগারগাঁওয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ডিম, দুধ ও মাংস উৎপাদন বাড়ায় এই খাত জাতীয় প্রবৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও প্রাণী–মানব সংক্রমণযোগ্য রোগ নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। প্রযুক্তি বিস্তার ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে প্রাণিসম্পদ উন্নয়ন আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় খামারিদের দুধ–মাংস সংগ্রহ বাড়ালে আমদানি নির্ভরতা কমবে।
সভাপতি ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশীয় জাত সংরক্ষণে গুরুত্ব দিতে হবে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে শাস্তি পেতে হবে।