↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পি.এম

প্লট বরাদ্দে দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

গত ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। তিন মামলায় মোট আসামি ৪৭ জন হলেও ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩।

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ছাড়া বাকি আসামিদের মধ্যে আছেন সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, বিভিন্ন সদস্য, পরিচালক ও কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের সাবেক কয়েকজন কর্মকর্তা। তাদের মধ্যে শুধুমাত্র মোহাম্মদ খুরশীদ আলম বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

গত ১৭ নভেম্বর এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এর আগে ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। তিন মামলার একটি মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেকটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ আসামি ১৭ জন। অপর মামলায় শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ আসামি ১৮ জন।

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথক ছয়টি মামলা করে। এ মামলাগুলোর আসামিদের মধ্যে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিকসহ আরও কয়েকজন ছিলেন। আজ সেই ছয় মামলার মধ্যে তিনটির রায় ঘোষণা হলো।

এর আগে, ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।