↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর ২০২৫, ৫:৪৫ পি.এম

বাগেরহাটে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপুর উদ্যোগে দোয়া মিলাদ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। সাম্প্রতিক সংক্রমণ হৃদপিণ্ড ও ফুসফুসে প্রভাব ফেলায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে লিভার জটিলতা, কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা অসুস্থতায় ভুগছেন তিনি। চিকিৎসক ও দলের নেতারা জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এ পরিস্থিতিতে তাঁর রোগমুক্তি কামনায় বাগেরহাট–১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, বরং গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ে তিনি ত্যাগ ও দৃঢ়তার প্রতীক। কারাবরণ, গৃহবন্দিত্ব ও বিদেশযাত্রায় বাধার মধ্যেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবস্থান আপোষহীন ছিল—যা জনগণের কাছে তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।