বাগেরহাট–১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর গণসংযোগ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাগেরহাট–১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন। জুমার নামাজ শেষে ফকিরহাটের বারাসিয়া এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করে সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন এডভোকেট এনায়েত হোসেন, এডভোকেট অসীম কুমার, এডভোকেট সমর পান্ডে, মোঃ কেরামত আলী, মোহাম্মদ লুৎফর হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নগরকান্দি, বড়ঘাট ও জয়ডিহি এলাকায় প্রচারণাকালে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, মানুষের ভোটাধিকার বহু বছর ধরে বঞ্চিত হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার জোরপূর্বক ভোট নিয়েছে এবং সেই অবস্থা বদলাতে জনগণ পরিবর্তন চায়।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। ভোটারদের তিনি ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান।