ভাঙ্গায় ১৩ ঘণ্টা পর ছাড়ল জাহানাবাদ এক্সপ্রেস, ট্রেন চলাচলে চরম ভোগান্তি

ফরিদপুরের ভাঙ্গায় লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ফের চলাচল শুরু করেছে ঢাকা-খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। গতকাল শুক্রবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সুমন মৃধা জানান, দুর্ঘটনায় রেললাইনটি বেঁকে যায়। সারারাত মেরামতের পর আজ শনিবার সকাল ১০টা ২০ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেস অন্য একটি ইঞ্জিন সংযোগ দিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।
দুর্ঘটনার ফলে খুলনা-রাজবাড়ী-ঢাকা রুটের ট্রেন চলাচলও ব্যাহত হয়। সুন্দরবন এক্সপ্রেস প্রায় ৫ ঘণ্টা বিলম্বে সকাল ৯টা ২০ মিনিটে ভাঙ্গা অতিক্রম করে, এবং নকশিকাঁথা এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরিতে সকাল ৮টার দিকে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
জানা গেছে, গতকাল রাত ৮টায় কমলাপুর থেকে ছাড়ার পর জাহানাবাদ এক্সপ্রেসের গন্তব্য ছিল খুলনা। ভাঙ্গা জংশন অতিক্রম করার পর এক কিলোমিটারের মধ্যে সিগন্যালের ভুল ও যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের ইঞ্জিন ও লাগেজ বগি লাইনচ্যুত হয়।
ভাঙ্গা রেলওয়ে জংশনের উপপরিদর্শক (এসআই) খাইরুজ্জামান শিকদার জানান, যাত্রীদের অনেকেই ভোগান্তির শিকার হন। কেউ কেউ রাতেই সড়কপথে খুলনার দিকে রওনা দেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় দেশের পশ্চিমাঞ্চলের রেল চলাচলে বেশ কয়েক ঘণ্টা স্থবিরতা নেমে আসে।