↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর ২০২৫, ২:৩০ পি.এম

‘লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না’— মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে যেসব ব্যক্তি লুটপাটে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ করে হাজারো মানুষের কর্মসংস্থান নষ্ট করা কোনোভাবেই সমাধান হতে পারে না।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রেখেছে। ওপেন ইকোনমির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। ক্ষমতায় থাকা প্রতিটি সময়ে বিএনপি অর্থনীতিকে স্থিতিশীল ও এগিয়ে নিতে কাজ করেছে। “বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে— এমন অভিযোগ কেউ করতে পারেনি,” দাবি করেন তিনি।

ব্যবসায়ীদের ওপর আস্থা রাখার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। “যারা লুটপাটে জড়িত, তাদের শাস্তি হোক— এতে আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়ে কেন বেকারত্ব বাড়ানো হবে? এই বিষয়গুলো ভাবতে হবে।”

তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, রাজনৈতিক রূপরেখাও গুরুত্বপূর্ণ। যে সংস্কার প্রস্তাবে বিএনপি স্বাক্ষর করেছে, তার অনেকগুলোই দলটি বহু আগেই উপস্থাপন করেছিল।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শুধু ‘নতুন বাংলাদেশ’ নয়, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়— যেখানে গণতন্ত্র শক্তিশালী হবে, অর্থনীতি হবে স্থিতিশীল ও উন্নয়নমুখী।