↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৪ এ.এম

শর্ত পূরণ না হলে নির্বাচনে নয় জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মিথ্যা মামলা ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে–এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান জানান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন বিভক্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। এর সঙ্গে সিনিয়র নেতাদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” ও বিদেশযাত্রায় আরোপিত নিষেধাজ্ঞা দলকে বিপাকে ফেলেছে।

তিনি স্পষ্ট করে জানান, মামলা প্রত্যাহার ও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে না নিলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মাশরুর মওলা বলেন, কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে জানতে চাইলে আমরা জানাই—জাতীয় পার্টি নির্বাচনের পক্ষে, তবে ন্যূনতম শর্ত পূরণ না হলে ভোটে যাওয়া হবে না।