↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৫, ১:৫১ পি.এম

শেখ হাসিনার রায়কে ঘিরে বিচারকদের ছবি–মন্তব্য সরাতে ট্রাইব্যুনালের নির্দেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি ও অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তা অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে ৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এ নির্দেশ দেন।

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার পর বিচারকদের ছবি ব্যবহার করে সামাজিকমাধ্যমে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে।

ট্রাইব্যুনাল জানায়, মতপ্রকাশের অধিকার সবার আছে, তবে আইনের সীমার মধ্যে থেকে এবং কাউকে অবমাননা না করে তা পালন করতে হবে।