সাংবাদিক বিভক্তি গণমাধ্যমকে দুর্বল করে দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকদের অভ্যন্তরীণ বিভক্তির কারণে অনেকেই নিজেরাই রাজনৈতিক নেতাদের প্রভাবের মধ্যে চলে যান। এতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা’ সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, সাংবাদিক সংগঠনে অনেক বিভাজন রয়েছে—বিএফইউজে, ডিআরইউসহ বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে থাকার ফলে দলীয় প্রভাব বাড়ে। “রাজনৈতিক দলগুলো আপনাদের পকেটে নিতে চায়, কিন্তু আপনারা নিজেরাই যদি সেখানে ঢুকে যান তাহলে সমস্যাটা আরও বড় হয়,” বলেন তিনি।
তিনি জানান, বিএনপির ৩১ দফা ঘোষণায় স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং ক্ষমতায় এলে গণমাধ্যম কমিশন গঠনের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সম্প্রচার সাংবাদিকদের ধারাবাহিক মতবিনিময় কার্যক্রমের অংশ হিসেবে বিজেসি এই আলোচনার আয়োজন করেছে।