সীমান্তে বাড়তি নজরদারির নির্দেশ আইজিপির

দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, আঞ্চলিক অস্থিরতা, বিশেষ করে ভারত-পাকিস্তান পরিস্থিতি থেকে উদ্ভূত সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখতে হবে।
বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে আয়োজিত বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইজিপি জানান, জঙ্গি কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ রোধে সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।