↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পি.এম

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি জরুরি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগেও গত ১৫ অক্টোবর একই হাসপাতালে একদিন ভর্তি থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত মে মাসে লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞরা তার চিকিৎসা তদারকি করছেন।