↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পি.এম

হাইকোর্টের রায়ে মেজর সিনহা হত্যায় মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ, গুলি করেন লিয়াকত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন সাক্ষর শেষে রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে নিচু আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।

রায়ে বলা হয়েছে— টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ছিলেন এ হত্যার “মূল পরিকল্পনাকারী”। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে সিনহার বুক ও গলায় আঘাতও করেন। অন্যদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী পরিকল্পনা অনুযায়ী সরকারি পিস্তল দিয়ে সিনহাকে পরপর চারটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— লিয়াকত আলী ও ওসি প্রদীপ কুমার দাশ।
যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে— এসআই নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, নুরুল আমিন, নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিনকে। আদালত বলেছেন, তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা ও ষড়যন্ত্র সন্দেহাতীতভাবে প্রমাণিত।

২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। ২০২২ সালে প্রথম আদালত এই মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়েছিল।