মোল্লাহাটে গণসংযোগ: “গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই ভরসা”—অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর পক্ষে মোল্লাহাটে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে ঐতিহ্যবাহী গাড়ফার হাট এলাকায় কয়েক ঘণ্টা ধরে এই প্রচারণা চলে। এ সময় তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত হ্যান্ডবিলও বিতরণ করেন নেতাকর্মীরা।
পথসভায় দিপুর বক্তব্য
সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় অ্যাডভোকেট দিপু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষই জনগণের ভরসা। দল-মত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাই—আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে সুশাসন ফিরিয়ে আনুন।”
মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়
গণসংযোগের সময় অ্যাডভোকেট দিপু হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। স্থানীয়দের মতে, তার বিনয়ী আচরণ ও মনোযোগ দিয়ে কথা শোনার প্রবণতা মানুষকে তার প্রতি আরও আকৃষ্ট করছে। এক প্রবীণ বলেন, “উনি ধৈর্য ধরে সবার কথা শোনেন, যা এখনকার নেতাদের মধ্যে কম দেখা যায়।”
৩১ দফা প্রতিশ্রুতি হাতে তুলে দেয়া
হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা জনগণের কাছে বিএনপির ৩১ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন—যার মধ্যে রয়েছে স্থানীয় উন্নয়ন, কৃষি সহায়তা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান এবং দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে এসব প্রতিশ্রুতি আশাব্যঞ্জক।
নেতাকর্মীদের উৎসাহ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করেন, জনসম্পৃক্ত কাজ ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে অ্যাডভোকেট দিপু মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। তারা বলছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরও গতি পাবে।
হাটজুড়ে উৎসবের আমেজ
গাড়ফার হাটজুড়ে গণসংযোগকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। মানুষ নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, হ্যান্ডবিল নেন এবং ৩১ দফা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। সারাদিনের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অ্যাডভোকেট দিপুর এই প্রচারণা।
নেতাকর্মীদের মতে, নিয়মিত গণসংযোগ, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং উন্নয়ন নিয়ে স্পষ্ট পরিকল্পনা—এসবই অ্যাডভোকেট দিপুর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে এবং দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলবে।