আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কখনোই নিরাপদ ছিল না: ড. মঈন খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কোনোদিনই নিরাপদ ছিল না। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, “আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো—এই অধিকার আওয়ামী লীগ বদলে ফেলেছিল। তারা দিনের ভোট রাতে দিয়েছে। গণতন্ত্র তাদের হাতে কখনোই নিরাপদ ছিল না । গণতন্ত্রকে ধ্বংস করায় শেষ পর্যন্ত লজ্জায় মাথানত করে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে” ।

এসময় তিনি চাঁদপুর–১ আসনে দলীয় মনোনীত প্রার্থী সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের হাতে ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

জনসভায় প্রধান বক্তা আ ন ম এহসানুল হক মিলন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি ধানের শীষকে বিজয়ী করে জন্মদিনের উপহার হিসেবে তা তারেক রহমানকে উৎসর্গ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় সদস্য নাজমুন নাহার বেবীসহ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *