✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সকল সহযোগী, অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রচার ও প্রকাশনা নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, গণমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে কোনো ধরনের প্রচার চালাতে পারবেন না। একইসঙ্গে মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন কিংবা অন্যান্য রাজনৈতিক কর্মসূচিও নিষিদ্ধ থাকবে।




