জাতীয় নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ জারি করা এক পরিপত্রে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সিইওসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

তবে পরিপত্রে বলা হয়েছে, একান্ত প্রয়োজন হলে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। যেমন—চিকিৎসা, তীর্থযাত্রা কিংবা জরুরি অফিসিয়াল কাজ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১–এর ৪৫ ধারার ভিত্তিতেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। পরিপত্র প্রকাশের পর থেকেই এটি কার্যকর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীই এই নির্দেশনার আওতায় থাকবেন। অতীতে বিভিন্ন সময় ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা আর শিথিলতা জারি করা হলেও এবার জাতীয় নির্বাচন ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *