আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনী আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “উপহার” দিতে চান বলে জানিয়েছেন।
নির্বাচন সামনে রেখে জেলাজুড়ে উঠান বৈঠক, জনসংযোগ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে সক্রিয় রয়েছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। পূর্বে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতা শেখ হেলালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় উন্নয়ন বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কারণে বিএনপি সমর্থকরা অ্যাডভোকেট দিপুকে মনোনয়নের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। বিএনপির আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে আইনি সহায়তা—বিগত বছরগুলোতে দলের কর্মীদের পাশে থাকার কারণে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। একাধিকবার পুলিশি হয়রানির শিকার হওয়াকেও তারা “আন্দোলনে সক্রিয়তার প্রমাণ” হিসেবে দেখছেন।
অসাম্প্রদায়িক রাজনৈতিক অবস্থানের কারণে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর গ্রহণযোগ্যতা রয়েছে। পূজা-পার্বণে নিরাপত্তা নিশ্চিত করা ও সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তার প্রতি আস্থা আরও বাড়িয়েছে।
গণমাধ্যমকে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে কাজ করছি। এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় থাকছি। মনোনয়ন পেলে কর্মমুখী শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।”
তিনি আরও বলেন, “যদি ধানের শীষে মনোনয়ন পাই, এই আসনটি তারেক রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হিসেবে উৎসর্গ করবো।”



