বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার ২ নম্বর আসামি ঢাকায় গ্রেপ্তার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলার দুই নম্বর আসামি আমির খান (৩২) রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার আমির খান উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের চর জাহাপুর গ্রামের খলিল খানের ছেলে। ঘটনার পরপরই তিনি মিরপুরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ও আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আমির খানকে বরিশালে আনার প্রক্রিয়া চলছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিল ব্রিজ এলাকায় মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। তখন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রবিউল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করে, পরে যা হত্যা মামলায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *