বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন অনেকে। তবে বিষয়টি তার একার সিদ্ধান্তে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে দোয়া করছেন। প্রধান উপদেষ্টাও তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং সর্বোচ্চ চিকিৎসাসহায়তার আশ্বাস দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশ থেকেও প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।
দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “এই সংকটময় সময়ে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই আমারও আছে। তবে দেশে ফেরার বিষয়টি একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি বিভিন্ন বাস্তবতার ওপর নির্ভরশীল। স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যার সুযোগও সীমিত। পরিস্থিতি অনুকূলে এলে শিগগিরই দেশে ফিরতে পারব বলে আমাদের পরিবার আশা করছে।”



