যুবদল নেতা বেনজীর তাবরীজের বহিষ্কারাদেশ প্রত্যাহার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে তাঁর সব পদ বাতিল করা হয়েছিল। পরে আবেদন ও পর্যালোচনার পর তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতেই এই সিদ্ধান্ত।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে রাতে শহরের মহাখালী পাঠশালা মোড় থেকে তাৎক্ষণিক এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জনতা ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস এবং মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ।

তাবরীজ তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃত্বসহ ফরিদপুরের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ উপলক্ষে সোমবার (২৪ নভেম্বর) বাদ জোহর দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *