শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, দণ্ডিত দুই আসামিকে প্রত্যর্পণের জন্য গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে।

১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় রাজসাক্ষী পুলিশ সদর দফতরের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে বলা হয়, সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির আওতায় জুলাইয়ের ঘটনার জন্য শেখ হাসিনা ও কামাল দায়ী। পাশাপাশি দেশে থাকা তাদের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দণ্ড ঘোষণার সময় আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত থাকলেও শেখ হাসিনা ও কামাল তখন ভারতে অবস্থান করছিলেন।

গত বছরের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়েন এবং তখন থেকে ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত প্রথম বাংলাদেশি সরকারপ্রধান তিনি।

রায় কার্যকরের বিষয়ে প্রশ্ন উঠলে আজ পররাষ্ট্র বিভাগ জানায়—ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *