বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে অতিরিক্ত ভিড় হওয়ায় অন্যান্য রোগীর চিকিৎসায় এবং তার নিজের চিকিৎসা ব্যবস্থায় বিঘ্ন ঘটছে।
শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আপনারা আবেগ ও শ্রদ্ধা থেকে হাসপাতালে যাচ্ছেন—এটা আমরা জানি। তবে এতে অন্য রোগী ও চিকিৎসায় সমস্যা হচ্ছে। তাই হাসপাতালে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে তার সুস্থতার জন্য দোয়া করুন।”
রিজভী আরও জানান, খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেও সবার প্রতি একই অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, নানা জটিল রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানাচ্ছেন, সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।



