মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আবারও পিছিয়ে গেল।
আজ দুপুরে (৬ মে) আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ শুনানি স্থগিত করে আগামী বৃহস্পতিবারের (৮ মে) জন্য দিন ধার্য করেছে। সকাল ১০টায় শুরু হওয়া এ শুনানিতে আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির।
একটু পেছনে ফিরে তাকানো
২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারকে ১৯৭১ সালের যুদ্ধকালীন হত্যাকাণ্ড, ধর্ষণ ও গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই এই মামলাটি আপিলে ঝুলে আছে। শুনানি দীর্ঘায়িত হওয়ার সমালোচনাও আছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে।
এবার কী হবে: বৃহস্পতিবারের শুনানি ভবিষ্যতের রায়ের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষত দেশের যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার ধারাবাহিকতার প্রশ্নে।