প্রথম ওয়ানডেতে দারুণ শুরু করেও জয় অধরাই রইল শারমিনদের
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। তিন ম্যাচ সিরিজের সূচনাতেই ৬ উইকেটে হার, সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে গেল স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতা আর মাঝপথে ছন্দপতনের কারণেই ম্যাচটা ফসকে গেল শারমিন সুলতানার দলের হাত থেকে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই ১৭৯ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও ব্যাট হাতে শুরুটা মোটামুটি করেছিল স্বাগতিকরা, কিন্তু মিডল অর্ডারে ধারাবাহিক ব্যর্থতায় ভুগতে হয় দলকে।
সুমাইয়ার লড়াকু ইনিংস, সঙ্গ পায়নি কেউ
দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সুমাইয়া আক্তার। চারে নেমে ধৈর্য্য আর সংযমের পরিচয় দিয়ে ৭৩ বলে ৬ চারসহ ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। অধিনায়ক শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ৩৪ রান। তবে বাকিরা ছিলেন একেবারে ব্যর্থ। কেউই ইনিংস গড়ার মত সময় উইকেটে কাটাতে পারেননি।
প্রোটিয়া স্পিন আক্রমণে নাস্তানাবুদ হয় বাংলাদেশের ব্যাটাররা। সফরকারী দলের হয়ে ডেলমারি টেকার ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ভাঙনে বড় ভূমিকা রাখেন। এছাড়া অন্যান্য বোলাররাও চাপ সৃষ্টি করে রেখেছিলেন পুরো ইনিংসজুড়ে।
চমৎকার সূচনা, কিন্তু শেষ রক্ষা হয়নি
মাত্র ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা শুরুতেই ধাক্কা খায়। দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের বিপর্যয়ে ফেলে দেন ফারিহা তৃষ্ণা ও সানজিদা আক্তার মেঘলা। ২৪ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হারিয়ে ফেলে নিজেদের টপ অর্ডারের ৩টি উইকেট।
ফারিহা তৃষ্ণা ফিরিয়ে দেন ওপেনার থাবেথে ও জাফতাকে শূন্য রানে। অন্য ওপেনার ক্লেয়ার ক্যান্ডলারের স্টাম্প উপড়ে দেন মেঘলা। মনে হচ্ছিল, একপেশে ম্যাচের দিকে এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে দৃঢ়তা দেখান চারে নামা ফায়ে টানিক্লিফ।
টানিক্লিফের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা
দলের এই বিপর্যয়ে একাই সামনে থেকে নেতৃত্ব দেন টানিক্লিফ। ৮৯ রানের অনবদ্য ইনিংসে তিনি থাকেন অপরাজিত। তাকে দারুণ সঙ্গ দেন মারি মার্ক্স, যিনি ৭১ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। এই জুটির ব্যাটে সহজেই ৪৫.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল।
বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা ও স্বর্ণা আক্তার দুটি করে উইকেট শিকার করেন। তবে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিতে ব্যর্থ হয় বোলাররা।
সিরিজে পিছিয়ে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচে চোখ
প্রথম ম্যাচে হারের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ৮ মে আবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে শারমিন সুলতানার দল।
বাংলাদেশ নারী ইমার্জিং দলের সামনে এখন শুধুই প্রতিশোধ নয়, সিরিজে টিকে থাকার লড়াই। এই হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে আরও সংঘবদ্ধ পারফরম্যান্সই হতে পারে ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ।