গাজায় যুদ্ধ, দুর্ভিক্ষ ও গণহত্যা চলতে থাকলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনার অর্থ নেই—এমনই স্পষ্ট বার্তা দিলো হামাস। মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বলেন, যতক্ষণ না এই নিপীড়ন বন্ধ হচ্ছে, ততক্ষণ ইসরায়েলের সঙ্গে আলোচনা বৃথা।
এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েল জানায়, তারা গাজার অধিকাংশ এলাকা দখলে নেওয়ার পরিকল্পনা করছে। সামরিক বাহিনীর ‘বিস্তৃত অভিযান’ এরই অংশ, যেখানে অধিকাংশ গাজাবাসীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি অগণিত নিরীহ মানুষের মৃত্যু ডেকে আনবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীও একে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
ফিলিস্তিনিরা এই পরিস্থিতিকে ১৯৪৮ সালের ‘নাকবা’র পুনরাবৃত্তি হিসেবে দেখছেন, যখন বহু মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ২,৪৫৯ জন। পুরো সংঘর্ষে প্রাণহানি পৌঁছেছে ৫২,৫৬৭ জনে।