ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার জেরে উত্তর ও পশ্চিম ভারতের একাধিক বিমানবন্দর আজ সকাল থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত মঙ্গলবার রাতে ভারত “অপারেশন সিঁদুর” নাম দিয়ে পাকিস্তানের ছয়টি শহরে আক্রমণ চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান গোলাবর্ষণ করে জম্মুর পুঞ্চ এলাকায়, যেখানে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বুধবার ভোর থেকে শ্রীনগর, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, ও চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যাত্রীদের উদ্দেশ্যে জানায়, বিদ্যমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ কোনো উড়োজাহাজ ওঠা বা নামা হয়নি। দিল্লিমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলো অমৃতসরের বদলে দিল্লিতে অবতরণ করেছে।
ইন্ডিগো জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে যাতায়াতকারী ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করা হয়েছে। যোধপুর ও বিকানির থেকেও আপাতত কোনো বিমান চলবে না।
বিমান সংস্থাগুলো যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন বিমানবন্দরে রওনা হওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস নিশ্চিত করেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।