প্রযুক্তিপণ্যের বাজার স্থিতিশীল, দাম অপরিবর্তিত

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের বাজারে দেখা গেছে স্থিতিশীলতা। প্রসেসর, মাদারবোর্ড, র‍্যাম, হার্ডডিস্ক, এসএসডি, মনিটর, গ্রাফিকস কার্ড, প্রিন্টারসহ প্রায় সব ধরনের যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ক্রেতাদের উপস্থিতিও রয়েছে স্বাভাবিক, যার ফলে বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

প্রসেসর বাজারে বড় কোনো পরিবর্তন নেই। ইন্টেল কোর আই–৯ (১৪ প্রজন্ম) ৭২ হাজার টাকা, আই–৭ (১৪ প্রজন্ম) ৪৮ হাজার ৫০০ টাকা এবং আই–৫ (১৪ প্রজন্ম) পাওয়া যাচ্ছে ৩২ হাজার টাকায়। এএমডির রাইজেন–৯ ৭৯০০এক্স বিক্রি হচ্ছে ৪২ হাজার টাকায়।

মাদারবোর্ড ও র‍্যামেও দাম অপরিবর্তিত। আসুস, গিগাবাইট, এমএসআইয়ের বিভিন্ন মডেল ৮ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে রয়েছে। র‍্যাম ৪ জিবি ১,৬০০ টাকা থেকে শুরু করে ১৬ জিবি পর্যন্ত পাওয়া যাচ্ছে ৩,৯০০ টাকায়।

এসএসডি ও এইচডিডির দামেও পরিবর্তন নেই। স্যামসাং, এইচপি ও তোশিবা ব্র্যান্ডের ৫০০ জিবি এসএসডি পাওয়া যাচ্ছে ৬ থেকে ৯ হাজার টাকায়। ২ টেরাবাইট হার্ডডিস্ক বিক্রি হচ্ছে ৭,৬০০ থেকে ৯,২০০ টাকায়।

মনিটর, গ্রাফিকস কার্ড ও ইউপিএসের ক্ষেত্রেও একই অবস্থা। এলজি, ডেল, এইচপি ও এমএসআইয়ের বিভিন্ন মডেল ১০ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। গ্রাফিকস কার্ড ৯ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার টাকা দামেরও রয়েছে।

বিশেষজ্ঞদের মত, আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা এবং আমদানিতে কোনো বিঘ্ন না থাকায় প্রযুক্তিপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💻 www.deeptobangladesh.com
May 8, 2025

প্রযুক্তিপণ্যের বাজার স্থিতিশীল, দাম অপরিবর্তিত

<< বিস্তারিত কমেন্টে >>