রাজশাহীতে গুলিবিদ্ধ অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমানের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত ৫ আগস্ট, স্বৈরাচার পতনের দিনে রাজশাহীর আলুপট্টিতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন ২১ বছর বয়সী সালমান। বুলেট তার অন্ত্রে ছিদ্র করে মেরুদণ্ডে গিয়ে আটকে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক অস্ত্রোপচারে অন্ত্রের ক্ষতচিহ্ন ঠিক করা হলেও, স্পাইনাল কর্ডে আটকে থাকা বুলেট অপসারণ সম্ভব হয়নি।
বিষয়টি তারেক রহমানের নজরে এলে, তার পরামর্শে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রোববার শাহবাগে সালমানের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
সালমানের উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি) স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবে।
এ সময় যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেনসহ আরও কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।