জনগণের সরকার গড়তে তরুণদের ঐক্যের ডাক

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, “ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হলেও, নয় মাস পেরিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র ফিরে আসেনি।”

শুক্রবার দুপুরে খুলনায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ‘তারুণ্যের সমাবেশ’-এর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৭ বছরে বিএনপির লাগাতার আন্দোলনে লাখ লাখ নেতাকর্মীকে বিনা অপরাধে জেল খাটতে হয়েছে। খুন, গুম, হামলা-মামলার মাধ্যমে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শাসনের নজির স্থাপন করেছে।

আজিজুল বারী আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে তরুণদের ভোটবিপ্লবের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।” খুলনা-বরিশাল বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি নেতা-কর্মীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
May 16, 2025

জনগণের সরকার গড়তে তরুণদের ঐক্যের ডাক

<< বিস্তারিত কমেন্টে >>