মহামারি শেষ হয়নি—এ কথার বাস্তব রূপ যেন আবার সামনে এনে দিয়েছে সিঙ্গাপুর ও হংকং। এই দুই শহরে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে জনমনে ও স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে।
সিঙ্গাপুরে মে মাসের প্রথম সপ্তাহেই শনাক্ত হয়েছে ১৪ হাজার ২০০ জন নতুন করোনা রোগী, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশেরই অবস্থা এমন হয়েছে যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত এক বছরে এটি সবচেয়ে বেশি ভর্তির হার।
হংকংয়েও পরিস্থিতি ভালো নয়। ৩ মে পর্যন্ত সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। শহরটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, যা প্রশাসনের জন্য নতুন করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চীনের চিত্রও বেশ উদ্বেগজনক। দেশটিতে গত পাঁচ সপ্তাহের তুলনায় এখন হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। থাইল্যান্ডেও এপ্রিল মাসে সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
বিশ্বজুড়ে নতুন করে এই সংক্রমণের ঢেউ বাড়লেও, বিশেষজ্ঞরা বলছেন—এখনও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে নতুন ভ্যারিয়েন্ট আগেরগুলোর চেয়ে বেশি সংক্রামক বা প্রাণঘাতী। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহর থেকে শুরু হওয়া এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাই নতুন করে সংক্রমণ বাড়ার খবর দুশ্চিন্তার যথেষ্ট কারণ হয়ে উঠেছে।