ইশরাক ইস্যুতে উত্তাল মৎস্য ভবন

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নিয়োগের দাবিতে বুধবার সকালে রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন তাঁর সমর্থকেরা। একই সময়ে কাকরাইল মোড়েও সহস্রাধিক সমর্থক অবস্থান নেন। সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো সিদ্ধান্ত না আসায় এসব কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভের সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দেন, “আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ও ঢাকা অচলের হুমকি দেওয়া হবে।” আজ সকালে আল্টিমেটামের সময়সীমা পার হলে মৎস্য ভবন মোড়ে ইশরাকপন্থীরা জড়ো হয়ে ব্যানার নিয়ে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। কাকরাইল মোড়েও বেলা সাড়ে ১১টার দিকে যমুনার প্রবেশপথের কাছে ইশরাকের হাজারো সমর্থক জড়ো হন, যদিও পুলিশ আগেভাগেই ওই পথে যান চলাচল সীমিত করে দেয়।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনেও বিক্ষোভ চলছে। সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মচারী ইউনিয়ন এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে এবং নাগরিক সেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে। জানা গেছে, নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে, কর্মকর্তা-কর্মচারীরা অঘোষিত ছুটিতে রয়েছেন এবং স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ও বন্ধ রয়েছে। ১৪ মে থেকে আন্দোলনের কারণে এসব কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
May 21, 2025

ইশরাক ইস্যুতে উত্তাল মৎস্য ভবন

<< বিস্তারিত কমেন্টে >>