নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির বর্তমান কমিটি বাতিল করে নতুনভাবে গঠনের দাবিতে আজ রাজশাহীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটিতে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা তাদের সঙ্গে রাজনৈতিক সখ্যতা রাখেন। এ অবস্থাকে দলীয় আদর্শের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তারা এসব কমিটি বাতিল করে প্রকৃত ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
বক্তৃতায় বলা হয়, রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে দেখা যাচ্ছে। একইভাবে সদস্য সচিব মামুন-অর-রশিদের একটি ছবিতে তাকে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের সঙ্গে কথা বলতেও দেখা গেছে।
নেতারা অভিযোগ করেন, যারা অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপির সংগঠন শক্তিশালী করা সম্ভব নয়। এই পরিস্থিতি চলতে থাকলে রাজশাহীতে বিএনপির রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন স্তরের নেতারা, যাদের মধ্যে ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর মহিলা দলের সভানেত্রী, যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক সিনিয়র সহসভাপতি, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় যুবদল নেতা।
এই কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিএনপির অভ্যন্তরীণ ক্ষোভ ও মতপার্থক্য প্রকাশ্যে উঠে এসেছে।