রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে, যাতে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
বিশ্ব শরণার্থী দিবস (২০ জুন) উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশের জনগণ মানবিক সহানুভূতির পরিচয় দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু এ সংকট দীর্ঘমেয়াদী হয়ে দাঁড়িয়েছে, যা এখন দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক ভারসাম্যের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।”
তারেক রহমান বলেন, “কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত শিবিরে বর্তমানে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির। অথচ মিয়ানমার বারবার প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে আসছে।”
তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে আরও সচেতন ও সক্রিয় করা দরকার। এই সংকট শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চল ও বিশ্বের জন্যই একটি বড় হুমকি হয়ে উঠছে।
এদিকে, বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে পৃথক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের রোহিঙ্গা সংকট এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।”
তিনি বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক নাগরিক মর্যাদা দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, বাংলাদেশের সরকারকেও কূটনৈতিক চাপে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।