গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে চৌরঙ্গী মোড়ে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসক মো. কামরুজ্জামান ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন বলে জানিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহর লক্ষ্য করে দুই পাশ থেকে ইট-পাটকেল ছোড়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দফায় দফায় হামলার ঘটনায় উত্তেজনা বাড়তে থাকলে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ এবং পরে বিজিবি মোতায়েন করা হয়।
সেনাবাহিনী প্রাথমিকভাবে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করে, পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডিসি অফিসের দিকে সরে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা আবারও এলাকায় ফিরে আসেন এবং প্রস্তুতি নেয় হামলাকারীদের দমনে।
পুলিশ শতাধিক সদস্য নিয়ে ফাঁকা গুলি, টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে মাঝে মাঝেই তাদেরও পিছু হটতে দেখা গেছে। সংঘর্ষে অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সেনাবাহিনী, পুলিশ এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।