গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহম্মদ আলী বিশ্বাস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সহিংসতার ঘটনায় ৪৫ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই কারফিউর সময় বাড়ানো হয়, যার ফলে শহরের স্বাভাবিক জীবনযাত্রা থমকে দাঁড়ায়। রাস্তাঘাট ফাঁকা, যানবাহন সীমিত এবং অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। যৌথ বাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। পাইককান্দি গ্রামের এক অটোচালক বলেন, সকাল থেকে রাস্তায় আছি, যাত্রী নেই। ঘরে চাল নেই, বাজার নিতে না পারলে পরিবার অনাহারে থাকবে।
নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সীমিত আকারে খোলা থাকলেও লোকজনের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে তারা।