কুমিল্লায় নিষিদ্ধ আ.লীগের হরতালের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল মহড়া

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে কুমিল্লার মহাসড়কে বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া করেছে জাতীয়তাবাদী যুবদল।

রোববার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদল নেতা রাসেল গাজীর নেতৃত্বে হরতালবিরোধী এ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুবদল নেতা কালাম, রাসেল গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার প্রতিরোধে স্বৈরাচারী আওয়ামী লীগ নেতৃত্ব দেশ ছাড়তে বাধ্য হলেও তাদের অনুসারীরা এখনও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তারা বলেন, ফেসবুক পেজ থেকে হরতালের ডাক দিয়ে জনজীবনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ।

যুবদল নেতারা জানান, মহাসড়কে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

তারা আরও বলেন, যেখানে এই চক্রান্তকারীদের পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। কোনোভাবেই এ দেশে নিষিদ্ধ সংগঠনের উত্থান হতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 20, 2025

কুমিল্লায় নিষিদ্ধ আ.লীগের হরতালের প্রতিবাদে যুবদলের মোটরসাইকেল মহড়া

<< বিস্তারিত কমেন্টে >>