পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছয়টি মামলা বিচারের জন্য বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে।
রোববার (২০ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব মামলাগুলো বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের ছয় সদস্যসহ মোট ২৩ জনকে আসামি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম জানান, মামলার আসামিরা পলাতক থাকায় গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এখন মামলাগুলো বিচারকাজ শুরু করার জন্য প্রস্তুত।
দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনে ৬০ কাঠা জমির ছয়টি প্লট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ প্রক্রিয়ায় জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়।
শেখ হাসিনা ও তার পরিবারের যেসব সদস্য মামলার আসামি হয়েছেন তারা হলেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক মেয়ে আজমিনা সিদ্দিক।
এছাড়া মামলায় অভিযুক্ত অন্যরা হলেন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য ও পরিচালকরা এবং একজন সাবেক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রাক্তন একান্ত সচিব।
মামলার অভিযোগে বলা হয়, শেখ হাসিনা সরকারের প্রধান থাকাকালে তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দুদক অনুসন্ধানে দেখতে পায়, বরাদ্দগুলো ২০২২ সালে দেওয়া হয় এবং পরে তা নিবন্ধন প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।
এই ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। বর্তমানে মামলাগুলোর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।