উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি সব রাজনৈতিক দল এবং সমাজের সর্বস্তরের মানুষকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৬তম বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় শোকপ্রস্তাব উত্থাপন করা হলে অধিবেশন সাময়িক মুলতবি করা হয়।
সালাহউদ্দিন বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক। আমরা যতটুকু জেনেছি, একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুলের ওপর বিধ্বস্ত হয়েছে। সেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতির কথা মাথায় রেখে ধরে নেওয়া যায়, হতাহতের সংখ্যা বেশি হতে পারে। এ ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনার।
তিনি আরও বলেন, আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, রাষ্ট্র ও সামরিক বাহিনীর পক্ষ থেকে দ্রুত একটি সুষ্ঠু তদন্ত হবে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, যারা এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব। দল-মত নির্বিশেষে সবাই যেন এক হয়ে এই মানবিক বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়—এটাই আমাদের প্রত্যাশা। আমরাও সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব।
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে এবং অর্ধশতাধিক আহত ও দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী।