মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন বিএনপি মহাসচিব

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের দেখতে সোমবার বিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৯ জন নিহত এবং অর্ধশতাধিক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় শাখার ক্যান্টিনের পাশের একটি শ্রেণিকক্ষে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে আসে, অনেকেই কান্নায় ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বাহিনী কলেজ এলাকা ঘিরে ফেলে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস চলছিল। আচমকা বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সন্তানদের খোঁজে ছুটে আসেন শত শত অভিভাবক। কলেজ গেটের বাইরে উদ্বিগ্ন স্বজনদের ভিড় জমে যায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে আসে—আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী, ছোটাছুটি করা শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভ্রান্ত চেহারা স্পষ্ট ফুটে ওঠে।

উল্লেখ্য, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 21, 2025

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন বিএনপি মহাসচিব

<< বিস্তারিত কমেন্টে >>