উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি তারেক রহমানের শোক

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের সামনে মঙ্গলবার সকালে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পাইলটসহ কলেজের ১৯ শিক্ষার্থী নিহত ও আরও অনেকে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান—যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে উঠে, সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি বলেন, এই ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন। এ সময় তিনি বিএনপির নেতা-কর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, ‘এই দুঃসময়ে আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে হবে।’

দুর্ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 22, 2025

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি তারেক রহমানের শোক

<< বিস্তারিত কমেন্টে >>