রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে এর প্রেক্ষিতে একাধিক মানবিক ও রাজনৈতিক উদ্যোগ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার রাতে দলীয় কার্যক্রম স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তারেক রহমান নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে পরদিনের সব পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন।
বাতিল করা কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে:
- জাতীয়তাবাদী কৃষক দলের পূর্বঘোষিত র্যালি
- বিএনপি মহিলা দলের ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান’ শীর্ষক অনুষ্ঠান
- পেশাজীবীদের নিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও শোকবিষয়ক আলোচনা সভায় সাংস্কৃতিক পরিবেশনা স্থগিত রাখা
- নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য বিশেষ দোয়া আয়োজন
তাৎক্ষণিক চিকিৎসা সহায়তায় নির্দেশনা
বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখতে থাকেন। তিনি দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী টিম ও অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের জন্য রক্ত সংগ্রহে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থায়ী কমিটির সভায় শোক প্রকাশ
সোমবার রাতেই গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহত শিক্ষার্থী ও বিমান চালকের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আহতদের দ্রুত সুস্থতা এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দুর্ঘটনাপরবর্তী সহায়তা ও দলীয় সমন্বয়ের জন্য বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল) কে দায়িত্ব দেন তিনি।