কাউকে গ্রেফতারের পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্য, বন্ধু অথবা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তা জানানো বাধ্যতামূলক করা হচ্ছে। ফৌজদারি কার্যবিধিতে সংশোধনী এনে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্ট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, নতুন সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীকে অবহিত করতে হবে। কোনোভাবেই এই সময়সীমা অতিক্রম করা যাবে না।
বর্তমানে প্রচলিত আইনে কাউকে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। তবে পরিবারকে জানানো নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত ছিল না। এর আগে এ বিষয়ে উচ্চ আদালতের কিছু নির্দেশনা থাকলেও, তা আইন হিসেবে প্রণীত ছিল না।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রেফতারের সময় একজন নাগরিকের মৌলিক অধিকার আরও শক্তিশালী ও সুরক্ষিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইন উপদেষ্টার মতে, এটি মানবাধিকার রক্ষায় সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।