উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানের কাছে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, জামায়াত যখন বিশৃঙ্খলা তৈরিতে ব্যস্ত, তখন তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পরপরই তিনটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়। হেল্প ডেস্কের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সহসভাপতি ডা. আউয়াল বলেন, আহতদের রোগী নয়, আমরা ভাই-বোন হিসেবে দেখছি। তারা আমাদের পরিবারেরই অংশ। আমরা তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। আমরা রাজনীতির বাইরেও মানুষের পাশে আছি এবং থাকব।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি জহির রায়হান আহমেদ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শাকিল, রাজু আহমেদ, ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শাওন এবং মেহেদী হাসান শুভসহ অন্য নেতারা।