১৪ দলের সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণার বার্তা

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি নির্বাচন নিয়ে ঘোষণা দেবেন। এটি জাতির জন্য একটি আনন্দের বার্তা।

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, এই নির্বাচনই দেশের চলমান নৈরাজ্যের অবসান ঘটাবে। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। আমরা সেই আশায় অপেক্ষা করছি।

প্রধান উপদেষ্টার সঙ্গে এদিন বিকেলে আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নেন। এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক জোটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন ড. ইউনূস।

শনিবারের বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন:

  • জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস
  • ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার
  • নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী
  • বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ
  • এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
  • জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
  • বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন
  • এনডিএম নেতা ববি হাজ্জাজ
  • জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার
  • ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  • ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু
  • বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান
  • বাসদের সমন্বয়ক মাসুদ রানা
  • জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মন্জুরুল ইসলাম আফেন্দী

বৈঠকে সব রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সমঝোতার ভিত্তি গঠন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 26, 2025

১৪ দলের সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণার বার্তা

<< বিস্তারিত কমেন্টে >>