গ্রেফতার অভিযানে বাধা, আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় পুলিশ সদস্য জখম

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি শহর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়া ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল হারুন-উর-রশিদকে গ্রেফতারের উদ্দেশে তার বাড়ি ঘেরাও করে। বাড়িতে ঢোকার পরপরই তার ছেলে প্রনয় (২৫) এসআই ইসরাফিল হোসেনের পিঠে ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করেন। আহত অবস্থায় সহকর্মীরা তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম জানান, এসআই ইসরাফিলের পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ হারুন-উর-রশিদ ও তার ছেলে প্রনয়কে ঘটনাস্থল থেকেই আটক করেছে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা প্রস্তুত করা হচ্ছে।

তিনি জানান, হারুন কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউলের ঘনিষ্ঠ হিসেবে শহর আওয়ামী লীগের সহ-সভাপতির পদ পেয়েছিলেন। এছাড়া তিনি সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের ঘনিষ্ঠ বলেও দাবি করেন ওসি মুরাদ।

হারুন-উর-রশিদ জুলাই-আগস্টে থানাপাড়ায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেফতার করতে গিয়েই এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 26, 2025

গ্রেফতার অভিযানে বাধা, আওয়ামী লীগ নেতার ছেলের হামলায় পুলিশ সদস্য জখম

<< বিস্তারিত কমেন্টে >>