সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

Image
✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান বহাল থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি সন্ত্রাসবাদ বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, পাল্টা শুল্ক আরোপের বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন এবং চলমান রাজনৈতিক সংলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শফিকুল আলম।

এ সময় তিনি আরও জানান, সোমবার যুক্তরাষ্ট্রে একটি সরকারি প্রতিনিধিদল সফরে যাচ্ছে। সফরে বাণিজ্যিক শুল্ক বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলে কয়েকজন ব্যবসায়ীরাও থাকছেন, তবে তারা আলোচনায় অংশ নেবেন না বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

📰 www.deeptobangladesh.com
July 28, 2025

সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

<< বিস্তারিত কমেন্টে >>